পৃথিবীর বৃহত্তম নদী কোনটি ? উত্তরঃ আমাজন নদী
পৃথিবীর বৃহত্তম নদী হল আমাজন নদী (amazon river ) দৈর্ঘ্য ৬,৪০০ কিমি। পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদীও হলো আমাজন নদী। প্রতি সেকেন্ডে আনুমানিক ২০৯০০০ কিউবিক জল সাগরে পতিত হয় আমাজন নদী থেকে।
আমাজন নদী দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত। এই নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। নদীর উৎপত্তি পেরুর আন্দিস পর্বতমালায় এবং ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, বলিভিয়া ও ব্রাজিলে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
পড়ুন:- বাংলা প্রশ্ন ও উত্তর

পৃথিবীর বৃহত্তম নদী আমাজন
আমাজন শব্দের অর্থ
আমাজন নামটি স্প্যানিশ পর্যটক ফ্রান্সেসকো দ্য ওরেলানার দেওয়া। ইউরোপীয় হিসেবে তিনিই প্রথম আমাজন অরণ্যে অভিযানের সময় স্থানীয় নারী যোদ্ধাদের দ্বারা আক্রান্ত হন। এরপর তিনি ‘আমাজন’ নামটি দেন। আমাজন শব্দের অর্থ হল ‘নারী যোদ্ধা’।
পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ আমাজনের অরণ্য থেকে পাওয়া যায়। সে কারনে আমাজন অরণ্যকে ‘বিশ্বের ফুসফুস’ বলা হয়।
আমাজন নদীর এই বিস্তৃতি এতটাই যে এটিকে দ্য রিভার সি ও বলা হয় । আমাজনের প্রস্থ প্রায়ই পরিবর্তিত হয়। সাধারণ ঋতুতে নদীটির ১ থেকে ৬.২ মাইল পর্যন্ত প্রস্থে বিস্তৃত থাকে। বর্ষার সময় আমাজন প্রায় ৩০ মাইল (৪৮ কিলোমিটার) প্রস্থে প্রসারিত হয়। আমাজন নদী অঞ্চলে বর্ষাকাল সাধারণত জুন থেকে অক্টোবরের মধ্যে হয়।
আমাজনের ইতিহাস
দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন নদী পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম নদীগুলির মধ্যে একটি। আমাজন নদীর দৈর্ঘ্য ৩৯৭৬ মাইল (৬৪০০ কিমি)।
গবেষকরা দেখেছেন যে আমাজন নদী প্রায় ১১ লক্ষ বছর আগে একটি আন্তর্মহাদেশীয় নদী হিসাবে উদ্ভূত হয়েছিল এবং প্রায় দুই লক্ষ বছর আগে এর বর্তমান আকার ধারণ করেছিল। বর্তমানে জৈবিকভাবে বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় বায়োমের অন্তর্ভুক্ত প্রধান নদী হল আমাজন।

আমাজন নদী অববাহিকার ভৌগোলিক বৈশিষ্ট্য গুলি হল
আমাজন নদীর অববাহিকা দক্ষিণে ব্রাজিলিয়ান পার্বত্য অঞ্চল থেকে উত্তরে গিয়ানা হাইল্যান্ডস পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ২.৭ লক্ষ বর্গমাইল এবং এটি দক্ষিণ আমেরিকার প্রায় অর্ধেক অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে।
মোট আটটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী, সেই দেশ গুলি হল – কলম্বিয়া, বলিভিয়া, গিয়ানা, ইকুয়েডর, পেরু, ব্রাজিল, ভেনেজুয়েলা এবং সুরিনাম। এটি পশ্চিমে আন্দিজ পর্বতমালা থেকে শুরু হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।।
আমাজন নদীর অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। তাই এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।
আমাজনের উৎপত্তি
আমাজন নদী পেরুভিয়ান এন্ডিসে ১৮,৩৬৩ ফুট (৫,৫৯৭ মিটার) উচ্চতায় নেভাডো মিসমিফাউন্ড নামক চূড়ার একটি হিমবাহী প্রবাহ থেকে উৎপত্তি হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৪০০ কিলোমিটার। প্রস্থ ১০ কিলোমিটার। এই চূড়ায় একটি সাধারণ কাঠের ক্রস আমাজন নদীর উৎসটিকে চিহ্নিত করে।
আমাজন নদীর উৎস
দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত থেকে শুরু হয়ে আটটি দেশ জুড়ে বিস্তৃত আমাজন নদী আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে।
আমাজনের ১,১০০ টি উপনদী রয়েছে। এই উপনদীগুলির মধ্যে ১৭ টি ৯৩০ মাইল (১,৫০০ কিলোমিটার) দীর্ঘ।

আমাজন নদীর গভীরতা
আমাজন নদীর বেশির ভাগের গভীরতা ই প্রায় ৬৬ থেকে ১৬৪ ফুট (২০ থেকে ৫০ মিটার)। এই নদীর সর্বাধিক গভীরতা ৩৩০ ফুট (১০০ মিটার) পর্যন্ত পরিমাপ করা হয়েছে । আমাজন নদীর জলো স্তর ব্যাপকভাবে ওঠানামা করতে করে। ব্রাজিলের মানাউস অঞ্চলে এই ওঠানামা সাধারণত ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত হয়।
পৃথিবীর দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি আমাজন। এই নদীতে পৃথিবীর অন্যান্য নদীর তুলনায় বেশি জল রয়েছে। যা পেরুর এন্ডিস থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। আমাজন নদীর অববাহিকা দক্ষিণ আমেরিকার প্রায় ৪০ শতাংশ জুড়ে রয়েছে যা বিশ্বের বৃহত্তম।
আমাজন নদী কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
আমাজন নদী প্রায় ৯টি দেশ জুড়ে এই বিস্তৃতি। এর মধ্যে ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানাতে । দক্ষিন আমেরিকার বিস্তীর্ণ অববাহিকার ৫৫ লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত আমাজন অরণ্য।
আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন?
আটলান্টিক মহসাগরের পর্যাপ্ত তরঙ্গ এবং জোয়ারের শক্তি রয়েছে যা আমাজনের বেশিরভাগ পলি সমুদ্রে নিয়ে যেতে পারে। তাই আমাজন নদীর মোহনায় বদ্বীপ গঠন হয়নি।

আমাজন জঙ্গল বা অরণ্য
আমাজন অরণ্য দক্ষিন আমেরিকার সবুজ হৃৎপিণ্ড এবং পৃথিবীর সর্ববৃহৎ রেইনফরেস্ট। আমাজন রেইনফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয় আমাজন নদী, যা বিশ্বের সবচেয়ে জৈবিকভাবে বৈচিত্র্যপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।
দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ভেনিজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর জুড়ে বয়ে চলেছে আমাজন নদী। এই নদীর চারপাশ ঘিরে আছে বিশ্বের প্রধান প্রাকৃতিক আশ্চর্য আমাজন বন। আর আমাজনের বনভূমির বিস্তার ওই ৫ টি দেশসহ মোট আরও ৭টি দেশে এ বিস্তৃত রয়েছে । সুবিশাল আমাজন জঙ্গলের ৬০ শতাংশই রয়েছে ব্রাজিলে।
আমাজন নদীর জীবজন্তু
বিশেষজ্ঞরা অনুমান করেন যে অ্যামাজন অববাহিকায় ২,৫০০ থেকে ৫,০০০ প্রজাতির মাছ রয়েছে। বিজ্ঞানীরা প্রতিনিয়তই আরও নতুন নতুন প্রজাতির মাছ আবিষ্কার করে চলেছে। আমাজন নদীর ডলফিন পৃথিবীর বৃহত্তম নদী ডলফিন, দৈর্ঘ্যে ৮ ফুট ৬ ইঞ্চি (২.৬ মিটার) পর্যন্ত বৃদ্ধি পায়।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রজাতির সাপ, অ্যানাকোন্ডা আমাজন নদীতে বাস করে।
এখানে আরও আছে ২৫ লাখ প্রজাতির পোকামাকড়, দুই হাজার প্রজাতির পাখি (পৃথিবীর এক-পঞ্চমাংশ), ৪০ হাজার প্রজাতির গাছ, ৪২৮ প্রজাতির উভচর এবং ৩৭৮ প্রজাতির সরীসৃপ প্রাণী।
আমাজন বনের সবচেয়ে বিপজ্জনক ও হিংস্র প্রাণীর তালিকায় আছে জাগুয়ার, ব্লাক কেইমেন, পিরানহা, বিষাক্ত মশা, বিপজ্জনক বৈদ্যুতিক মাছ, পয়জন ফ্রগ ইত্যাদি।
আমাজন নদীর অজানা তথ্য
- আমাজন নদীর ওপরে কোন সেতু নেই।
- আমাজন নদী সমুদ্রের বিশুদ্ধ জলের ২০% সরবরাহ করে।
- গবেষকরা ২০১৬ সালে অ্যামাজন নদী বদ্বীপে একটি সম্পূর্ণ প্রবালপ্রাচীর রীতি আবিষ্কার করেছিলেন।
- আমাজন নদী পূর্বে যেদিকে প্রবাহিত হত, বৈজ্ঞানিকরা বলেন আমাজন নদী বর্তমানের তার বিপরীত দিকে প্রবাহিত হয়।
আমাজন জীববৈচিত্র্য
আমাজন নদী এবং জঙ্গলে স্থলজ বাস্তুতন্ত্রের তুলনায় উদ্ভিদ এবং প্রাণীর প্রজাতির বেশি বাসস্থান লক্ষ্য করা যায়। সম্ভবত বিশ্বের 30 শতাংশ প্রজাতি সেখানে পাওয়া যায়। নিচের সংখ্যাগুলো তার জীববৈচিত্র্যের বিস্ময়কর মাত্রার নমুনা উপস্থাপন করে:
- 40,000 উদ্ভিদ প্রজাতি
- 16,000 গাছের প্রজাতি
- 3,000 প্রজাতির মাছ
- 1,300 পাখি
- 430+ স্তন্যপায়ী
- 1,000+ উভচর
- 400+ সরীসৃপ

এশিয়ার বৃহত্তম নদী কোনটি?
এশিয়ার বৃহত্তম নদী ইয়াং সি কিয়াং, যার দৈর্ঘ্য ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)।
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?
দক্ষিণ আমেরিকার আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৬,৪০০ কিমি।
পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ কোনটি?
পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ হল ব্রহ্মপুত্র নদের গতিপথে সৃষ্ট মাজুলী দ্বীপ।
ভারতের বৃহত্তম নদী কোনটি?
ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, এটি ২৫১০ কিমি দীর্ঘ।
পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি?
অ্যান্টার্কটিক নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এই প্রজাতির তিমি দৈর্ঘ্যে ৯৮ ফুট লম্বা হয়।
পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি?
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ হল তাজিকিস্তানের বখশ নদীর উপর নুরেক বাঁধ। এটি ৯৮৪ ফুট (৩০০ মিটার) লম্বা।
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?
পৃথিবীর প্রশস্ততম নদী হল আমাজন নদী।
আরো পড়ুন:-